রবিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে দেখা করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিনই রানি রাসমণি অ্যাভিনিউতে তৃণমূল ছাত্র পরিষদের ধর্নায় যান পার্থ। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিস্তারিতভাবে আলোচনার বিষয়বস্তু আপনাদের জানানো যাবে না। পরিষদীয় মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব আছে। রাজ্যপালের কাছে বিধানসভার বাজেট অধিবেশনের অনুমোদন চাইতে গিয়েছিলাম। মন্ত্রিসভায় বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যপালকে বলেছি আপনি যদি অধিবেশন ডাকার অনুমোদন দেন তাহলে ৭ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন ডাকা যাবে।’
জানা গিয়েছে, শুধু বিধানসভা সংক্রান্ত বিষয় নয়, শিক্ষা নিয়েও দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সাংবাদিকের প্রশ্ন, পার্ক সার্কাসে প্রতিবাদ করতে গিয়ে একজন মারা গিয়েছেন। জবাবে পার্থ বলেন, ‘এটা দুঃখের। এভাবে বিজেপি–র ঘুম ভাঙবে বলে মনে হয় না। এমন বর্বর ও অমানবিক সরকার আগে আসেনি।’
রানি রাসমণি অ্যাভিনিউতে তৃণমূল ছাত্র পরিষদ এনআরসি, ক্যা ও এনপিআর–এর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করে। মঞ্চের সামনে লেখা হয় নো এনআরসি, নো ক্যা ও নো এনপিআর। প্রতীকী মানুষের মুখও রাস্তার ওপর রাখা হয়। বক্তব্য পেশ করে পার্থবাবু বলেন, ‘আমাদের নেত্রী এই সব ইস্যু নিয়ে আন্দোলন শুরু করেছেন। ৫ ফেব্রুয়ারি থেকে ফের আন্দোলন শুরু হবে। বাংলায় এনআরসি, ক্যা ও এনপিআর হতে দেওয়া হবে না। সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাজ্যজুড়ে মানববন্ধনও হবে।’
