ফের তৈরি হল সংঘাতের আবহ। রাজভবন বনাম নবান্ন। কারণ আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকার। এই নিয়ে প্রশ্ন করা হলে জবাব এড়িয়ে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, বিজেপি’র লোকের কথায় উত্তর দেবেন না। বৃহস্পতিবার এই প্রথম রাজ্যপাল নিয়ে প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প কেন হচ্ছে না? প্রশ্নের উত্তরে এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘বিজেপি’র পার্টিম্যানকে আমি উত্তর দিতে পারব না।’ আয়ুষ্মান ভারত নিয়ে নবান্নের অবস্থানে প্রশ্ন তুলেছেন জগদীপ ধনকার। তিনি বলেন, ‘গোটা বিশ্বে স্বীকৃতি পেয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। কিন্তু তার সুবিধা পাচ্ছে না মানুষ। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কোন প্রকল্পের টাকা কোথা থেকে আসছে, সেটা না দেখে মানুষের জন্য ব্যবহার করা দরকার।’
রাজ্যপালের আয়ুষ্মান ভারত সম্পর্কে মন্তব্য করলে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি পার্টির কোনও লোককে আমি জবাব দিতে পারব না।’ বিধায়কদের বৈঠকের পর রাজ্যপালের মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া চান সাংবাদিকরা। তখন তৃণমূল নেত্রী বলেন, ‘বিজেপি’র পার্টি ম্যানকে নিয়ে আমায় কোনও প্রশ্ন করবেন না। আমি উত্তর দেব না।’