জেলা রাজ্য

রাজ্যজুড়ে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা

এই সপ্তাহে বৃষ্টি হবে গোটা রাজ্যেই। আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। উত্তরবঙ্গ–সহ দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টির দাপট খুব বেশি হবে না। বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনাও আছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
জোড়া ঘূর্ণাবর্তের জন্য বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে। দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের খবর, মঙ্গলবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। ঝাড়গ্রাম–বীরভূমে প্রবল শিলাবৃষ্টি হয়েছে। সকালেই রাস্তাঘাট ভরে গিয়েছে সাদা শিলাতে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যের প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে যেমন একটি বিপরীত ঘূর্ণাবর্ত আছে, তেমনই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতেই রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হবে।