শুক্রবার জামিন সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের পুলিস কর্তা রাজীব কুমারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের করা রাজীবের জামিন খারিজের আবেদনের শুনানির শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নোটিস জারির নির্দেশ দেন। এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে শুনানির শুরুতেই জানিয়ে দেন, রাজীব কুমার অত্যন্ত উচ্চপদস্থ একজন অফিসার। তাঁর বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তবেই সিবিআইয়ের আবেদনে গুরুত্ব দেবে সুপ্রিম কোর্ট।
সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানান, তদন্তের প্রয়োজনে রাজীব কুমারকে গ্রেপ্তার করে হেপাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। দীর্ঘ সময় রাজীব কুমারের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যায়নি। দীর্ঘ সময় রাজীব কুমার কার্যত ফেরার ছিলেন। বারবার তাঁকে জেরা করার জন্য সমন পাঠালেও তিনি সিবিআই দপ্তরে হাজির হননি বলেই জানিয়েছেন গোয়েন্দা সংস্থার আইনজীবী।
এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতার অভিযোগ, রাজীব কুমার যে তথ্য প্রমাণ লোপাট করেছেন তার উপযুক্ত প্রমাণ তাঁদের কাছে আছে। সব সাক্ষ্যও রয়েছে। আদালতে সব জমা দেওয়া হবে। এরপরই সুপ্রিম কোর্ট প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনারকে নোটিস পাঠিয়ে হলফনামা তলব করে। এদিন প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘নোটিস জারি করা হল কারণ, তাঁর বিরুদ্ধে ফেরার হওয়ার উদাহরণ পাওয়া গিয়েছে।’ তবে একইসঙ্গে প্রধান বিচারপতি সিবিআইয়ের আইনজীবীকে স্পষ্ট করে দেন, তদন্তকারী সংস্থাকে উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে, রাজীব কুমারকে গ্রেপ্তার করা প্রয়োজন।
হাইকোর্ট রাজীব কুমারকে জামিন দিয়ে দেওয়ায়, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তদন্তকারীরা। সিবিআই তাঁর জামিন খারিজের আবেদন নিয়ে হাজির হয়েছিল শীর্ষ আদালতে। সেই আবেদনের প্রথম শুনানি হল এদিন।
