ভোট দিল শাহিনবাগ। নাগরিকত্ব সংশোধিত আইন বিরোধী আন্দোলন, বিক্ষোভে গুলি, সব মিলিয়ে শাহিনবাগ নিয়ে উত্তাপ আরও চড়েছে বিগত কয়েকদিন ধরে। এই পরিস্থিতিতে শনিবার শাহিনবাগের মহিলা আন্দোলনকারীদের দেখা গেল কোলে সন্তান নিয়েও ভোট দিতে। অরবিন্দ কেজরিওয়াল বনাম নরেন্দ্র মোদী–অমিত শাহ। সিএএ এবং এনআরসি’র আবহে আগামী পাঁচ বছরের জন্য বিধানসভায় প্রতিনিধি বেছে দিতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন রাজধানীর প্রায় দেড় কোটি ভোটার। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কুর্সি কার? অরবিন্দ কেজরিওয়ালের নাকি গেরুয়া শিবিরের।
আজ দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট। তবে ঝাড়ু–ঝড় নাকি মোদী ম্যাজিক ঘটবে তার উত্তর মিলবে আগামী মঙ্গলবার। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন চোখে পড়েছে। দিল্লির ৬ ফ্লেগ স্টাফ রোডে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সরকারি আবাস। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে সকাল সকাল ভোট দিলেন তিনি। ভোট দেওয়ার আগে বাবা–মাকে প্রণাম করে আশীর্বাদ নিলেন। মায়ের বেঁধে দেওয়া মন্ত্রপূত ধাগা হাতে নিয়েই ভোটকেন্দ্রে যান অরবিন্দ কেজরিওয়াল। এবার তিনি নয়াদিল্লি বিধানসভা আসনে ভোটে দাঁড়িয়েছেন। বিপক্ষে রয়েছেন বিজেপি’র সুনীল যাদব ও কংগ্রেসের রমেশ সরবওয়াল। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘দিল্লির ক্ষমতার ফের ফিরবে আপ’।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে, ৬৭ আসন দখল করে নজির তৈরি করে আপ। যদিও লোকসভা নির্বাচনে একটি বিধানসভা কেন্দ্রেও তারা লিড পায়নি। এবার ভোটের আগে, আপই এগিয়ে রয়েছে বলে বুথফেরত সমীক্ষায় জানানো হয়েছে। গত পাঁচ বছরে জল, বিদ্যুৎ ফ্রি করে দেওয়ার মতো পদক্ষেপ বনাম কেন্দ্রের উন্নয়ন। উন্নয়নের দাবি এবং মেরুকরণের আবহে দিল্লিতে ভোট। জল–বিদ্যুত–স্বাস্থ্য–শিক্ষা এবং মহিলাদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপের কথা বলে ভোট চেয়েছে আপ। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জামিয়া–শাহিনবাগের আন্দোলনকে নিশানা করে, লাভের কড়ি ঘরে তুলতে চেয়েছে বিজেপি। রাজধানীর ১৭০০ অবৈধ কলোনির প্রায় ৪০ লক্ষ বাসিন্দাকে জমির অধিকার দিতে সংসদে আইন পাশ— ভোটারদের মন জয়ে বিজেপি’র বড় হাতিয়ার। বায়ু দূষণে গ্যাস চেম্বার দেশের রাজধানী, সিলিং নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ। এই সবও ভোটের অন্যতম ইস্যু।