বাংলাদেশ

রাঙামাটিতে গোলাগুলিতে নিহত ৩

বাংলাদেশের রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। নিহত ব্যক্তিরা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য। স্থানীয় পুলিশ বলছে, রাজস্থলীর বাবুমোড়া এলাকায় দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটে আজ বেলা চারটার পর। জেএসএসের দুই পক্ষের মধ্যেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। আর সেখানেই তিনজন নিহত হয়।