ব্রেকিং নিউজ

রবিবাসরীয় মেট্রো দুর্ভোগে নাকাল

ছুটির দিনেও ভোগান্তি মেট্রোর যাত্রীদের। রবিবার সকালে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আপ লাইনে ট্রেন ঢোকার সময়ই ঝাঁপ দেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। রবিবার সকাল ১০.৩৫ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এই ঘটনাটি ঘটে। ঘটনার থমকে যায় মেট্রো চলাচল। ছুটির দিনে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন বহু নিত্যযাত্রী।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই ব্যক্তির দেহের উপর দিয়ে ট্রেনের বেশ কয়েকটি কামরা চলে যায়। এরপরই আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় রবীন্দ্র সরোবরে। তবে শুধু আপ লাইনে নয়, ওই স্টেশনে ডাউন লাইনেও ট্রেন চলাচল স্থগিত করে দেওয়া হয়। যাত্রীদের নামিয়ে, থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ট্রেন সরিয়ে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন মেট্রো কর্মীরা।
মেট্রো সূত্রে খবর, ওই ঘটনার পর সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হয়েছে। তখন ময়দান থেকে নোয়াপাড়া পর্যন্ত চলে মেট্রো। ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য চেষ্টা করা হয়। গত মাসেও মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক প্রৌঢ়। গীতাঞ্জলি স্টেশনে ওই ঘটনা ঘটে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে যাত্রী সুরক্ষায় মেট্রো কর্তৃপক্ষের ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এখনও পর্যন্ত কলকাতা মেট্রোর ট্র্যাকে মোট ৩৩৭ বার আত্মহত্যার চেষ্টা হয়েছে। তার মধ্যে ১৭০ জনকে বাঁচানো গিয়েছে।