বিনোদন

রণবীর ও আলিয়ার বিয়ের কার্ড ভাইরাল

অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট বিয়ে করছেন বলে গুজব ছড়িয়েছে বেশ কয়েকবার। এবার শুধু বিয়ের গুজব নয়, ভাইরাল হলো তাদের বিয়ের কার্ড!

কার্ডে ছাপা হয়েছে, ২০২০ সালের ২২ জানুয়ারি বিয়ে করতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটি। ঋষি কাপুর ও নীতু কাপুরের তরফে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে বিয়ের অনুষ্ঠানে। কার্ডে লেখা হয়েছে, নীতু ও ঋষি কাপুর তাদের ছেলে রণবীরের সঙ্গে সোনি ও মুকেশ ভাটের মেয়ে আলিয়ার বিয়েতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন।

২০২০ সালের ২২ জানুয়ারি, বুধবার বসবে বিয়ের আসর। জায়গা- রাজস্থানের উমিধ ভবন। এখানেই বসেছিল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের আসর। তাহলে কি সত্যিই এবার সাতপাকে বাঁধা পড়ছেন তারা? বিয়ের কার্ড একপলক দেখলে তাই মনে হবে। কিন্তু একটু খুঁটিয়ে দেখার পরেই ভাঙবে ভুল। কার্ডটি যে স্রেফ ফটোশপের কারসাজি এতে কেনো সন্দেহ নেই।