রণদীপ হুদা শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা লিন লাইসরামকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে- লিনের বোন অঞ্জলির সঙ্গে অনেক আগেই রণদীপের পরিচয় হয়েছে। তবে সম্প্রতি প্রেমিকার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে তিনি হরিয়ানা গিয়েছিলেন। রণদীপ-লিনের মন দেওয়া-নেওয়া চার বছর ধরে চলছে। ২০১৬ সালে একটি অনুষ্ঠানে দু’জনের পরিচয় হয়। সেখান থেকেই শুরু। তারপর প্রেম।
পেশাগত দিক থেকে দু’জনে একই পথের। এমনকি রণদীপের সঙ্গে থিয়েটারেও লিন কাজ করেছেন। সেই সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার ‘মেরি কম’ ও শহিদ কাপুরের ‘রাঙ্গুন’-এ অভিনয় করেছেন লিন।