রাজ্য

রণক্ষেত্র পাড়ুই!‌ ভাঙচুর–অগ্নিসংযোগ–বোমাবাজি

রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত পাড়ুই। এবার ঘটনাস্থল শিমুলিয়া গ্রাম। বিজেপি–তৃণমূলের সংঘর্ষে ধুন্ধুমার ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন লাগিয়ে দেওয়া হয় এক বিজেপি ও আর এক তৃণমূল কর্মীর বাড়িতেও। সংঘর্ষের জেরে এলাকায় ব্যাপক বোমাবাজি, বাড়ি ভাঙচুড় এবং আগুন লাগানোর খবর পাওয়া যায়। এলাকায় উত্তেজনা থাকায় টহলদারি দিচ্ছে জেলা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত থেকে পাড়ুই থানার ওই এলাকায় উত্তেজনা ছিল। উভয় পক্ষের মধ্যে বোমাবাজি চলে।
স্থানীয় সূত্রে খবর, গ্রাম কাদের দখলে থাকবে সেই নিয়েই ঝামেলার সূত্রপাত। তৃণমূলের অভিযোগ, মিলন শেখ আগে বিজেপি’‌র সদস্য ছিলেন। বর্তমানে তিনি তৃণমূলের সদস্য। এই রোষেই বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করছে গেরুয়া শিবির।
বিজেপি’‌র অভিযোগ, তৃণমূলের সদস্যরা তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। ভাঙচুর চালায়। ফলে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশের বিশাল বাহিনী। কোন কারণে এই সংঘর্ষ হয়েছে তার প্রকৃত কারণ খুঁজছে পুলিশ। রবিবার সকালেও পুলিশের সামনে বোমাবাজি চলতে থাকে।
তৃণমূল কর্মী মিলন শেখ ও বিজেপি কর্মী সবুর শেখের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকেই দু’‌পক্ষের বোমাবাজিতে উত্তেজনা জারি রয়েছে গ্রামে। টহল দিচ্ছে পুলিশ বাহিনী। আগেও ওই এলাকায় বোমাবাজি চলেছিল। চৌমণ্ডলপুর লাগোয়া বেলপাতা গ্রামে তৃণমূল এবং বিজেপি’‌র মধ্যে বোমাবাজির জেরে উত্তেজনা ছড়িয়েছিল।