মঙ্গলবার ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির জন্য টসই হয়নি। পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। রিজার্ভ ডে না থাকায় নিয়ম অনুযায়ী দু’দলকেই ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন। জমজমাট এক ফাইনালের প্রত্যাশায় বৃষ্টি মাথায় নিয়েই কাল দর্শকের ঢল নেমেছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।কিন্তু সব রোমাঞ্চ ভেসে গেল বৃষ্টিতে। দীর্ঘ অপেক্ষার পরও বৃষ্টি না থামায় রাত ৯টার পরপরই ত্রিদেশীয় টি ২০ সিরিজের ফাইনাল আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। দ্বিপাক্ষিক সিরিজের বাইরে আন্তর্জাতিক টি ২০তে এটিই বাংলাদেশের প্রথম শিরোপা। সব সংস্করণ মিলিয়ে দ্বিতীয় এবং দেশের মাটিতে প্রথম। সিরিজসেরা হয়েছেন তরুণ আফগান ওপেনার রাহমানউল্লাহ গুরবাজ।
