এলাহাবাদ হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা খেল যোগী আদিত্যনাথের সরকার। সিএএ বিরোধী আন্দোলনকারীদের নাম দিয়ে জনসমক্ষে যে পোস্টার তারা দিয়েছিল তা নিয়ে যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র ভর্ৎসনা করল শীর্ষ আদালতে।
গত সোমবার সিএএ বিরোধী বিক্ষোভকারীদের ছবি, নাম, ঠিকানা–সহ হোর্ডিং খুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। আর হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সাফ পর্যবেক্ষণ, ‘আপনাদের পদক্ষেপের পক্ষে কোনও আইনই নেই।’ এই মামলাটি বৃহত্তর বেঞ্চ পাঠিয়েছে শীর্ষ আদালত। সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী ৫৩ জন আন্দোলনকারীর নাম দিয়ে জনসমক্ষে যে হোর্ডিং উত্তরপ্রদেশ সরকার দিয়েছিল, তা নামিয়ে ফেলার জন্য গত সোমবার উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট।
এদিন আদালত যোগী সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন, এইরকম কী কোন আইন আছে যার ওপর ভিত্তি করে সরকার এভাবে হোর্ডিং লাগিয়েছে? সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এইরকম কোন আইন নেই। উল্লেখ্য, হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় যোগীর সরকার। তবে যোগী সরকারের আইনজীবী রাঘবেন্দ্র সিং জানান, সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চের রায় না আসা পর্যন্ত পোস্টার খোলার প্রয়োজন নেই। স্বতঃপ্রণোদিত হয়েই এই নিয়ে মামলাটি তুলেছিল এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর উত্তরপ্রদেশ সরকারকে ভর্ৎসনা করে এই ঘটনাকে ‘অত্যন্ত অন্যায়’ বলে মন্তব্য করেন।
