বাংলাদেশ

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুককে অব্যাহতি

অবশেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে গঠন করা হয়েছে সংগঠনের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি কমিটি। এতে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া বৈঠকে যুবলীগের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ৫৫ বছর। রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুবলীগ নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বৈঠকে ওমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ১৮ সেপ্টেম্বর দেশটিতে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর থেকেই পদবাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত ওমর ফারুক চৌধুরী সমালোচনার মুখে পড়েন। প্রভাবশালী এই যুবলীগ নেতার ব্যাংক হিসাব তলবের পাশাপাশি তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।