দেশ

যুবতীকে পুড়িয়ে মারল যুবক

আর হাতে গোনা চারদিন। তারপরই প্রেম নিবেদন করার মাহেন্দ্রক্ষণ। অর্থাৎ ভ্যালেনটাইনস ডে। কিন্তু এই প্রেমই কাল হয়ে উঠল। কারণ সেটি প্রত্যাখ্যান হয়েছিল। আর তার জেরে প্রকাশ্য রাস্তায় যুবতীর গায়ে আগুন ধরিয়ে দিল এক যুবক। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে নাগপুরে। হাসপাতালে তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর সোমবার সকালে মৃত্যু হল নির্যাতিতার।
স্থানীয় সূত্রে খবর, ২৪ বছরের ওই যুবতী কলেজে শিক্ষকতা করতেন। আর এই যুবক প্রায়ই যুবতীটিকে উত্যক্ত করত। কয়েকদিন আগে সে প্রেম নিবেদন করে যুবতীটিকে। কিন্তু যুবতীটি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। যা মেনে নিতে পারেনি যুবক বিকাশ নাগরালে। তখনই সে পরিকল্পনা করেছিল এই শিউরে ওঠার মতো ঘটনা ঘটানোর। তার পর যুবতীটি যখন পড়াতে যাচ্ছিলেন তখন পেছন থেকে এসে গায়ে আগুন ধরিয়ে দেয় বিকাশ বলে অভিযোগ। আর পালিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, ২৭ বছরের বিকাশ নাগরালে নামে অভিযুক্ত যুবক দীর্ঘদিন যুবতীর পরিচিত বন্ধু ছিলেন। কয়েকদিন আগে বিভিন্ন কারণে তাঁর সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করেন ওই তরুণী। সেই প্রত্যাখানের জেরেই এই কাণ্ড বলে মনে করছেন তদন্তকারীরা। অভিযুক্ত বিকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকাশ বিবাহিত এবং তাঁর সাত মাসের একটি সন্তানও রয়েছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।