আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নৌযানে আগুন, ৩৪ জন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে একটি স্কুবা-ডাইভিং নৌযানে আগুন লেগেছে। সোমবার সান্তা ক্রুজ আইল্যান্ডের কাছে ‘কনসেপশন’ নামের ওই নৌযানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নৌযানটিতে থাকা ৩৯ জনের মধ্য পাঁচজনকে উদ্ধার করা গেছে। এখনো নৌযানটির ৩৪ জন আটকা পড়ে আছেন। 
মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, সান্তা ক্রুজ দ্বীপের কাছে ৭৫ ফুট (২২ মিটার) দীর্ঘ নৌযানটিতে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত নৌযানটি ডুবতে শুরু করেছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।