যুক্তরাজ্যে একটি লরি থেকে যে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা সবাই চীনের নাগরিক বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ বিভাগ। শীতাতপ নিয়ন্ত্রিত লরি থেকে বৃহস্পতিবার উদ্ধার হওয়া ৩৯ মরদেহের মধ্যে আটজন নারী এবং ৩১ জন পুরুষ। লরিটির ২৫ বছর বয়সী চালক মো রবিনসনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিনসন নর্দান আয়ারল্যান্ডের আর্মাগ কাউন্টির পোর্টাডাউনের বাসিন্দা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতের দিকে লন্ডনের পূর্ব দিকে এসেক্স কাউন্টির গ্রেজ শহরের কাছে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসব মৃতদেহ পাওয়া যায়। তারপরই অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে পুলিশ ডাকা হয়। ব্রিটেনে এ ধরণের ঘটনা আগেও ঘটেছে। ন’বছর আগে ২০০০ সালের জুন মাসে ডোভারে একটি লরির ভেতর থেকে ৫৮ জন চীনা অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। দুজনকে পাওয়া যায় জীবিত অবস্থায়। ওই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে এক বছর পরেই একজন ডাচ লরি চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
