ব্রেকিং নিউজ

মোদী সকাশের পর ধর্নায় মমতা

রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে টিএমসিপি’‌র সঙ্গে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর এটাই তাঁর প্রথম বাংলা সফর। কিন্তু এই সফর ঘিরে অভূতপূর্ব নাগরিক বিক্ষোভের আবহ তৈরি হয়েছে। ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সিএএ–এনআরসি বিরোধী আন্দোলনে শনিবার বিকেলে উপস্থিত থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রীও।
এদিকে মোদীর কলকাতা আসার আগেরই দিনই গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নাগরিকত্ব আইনকে কার্যকর করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার জেরেই রাজ্যে আরও বাড়তে পারে মোদী বিরোধী বিক্ষোভ। ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে টিএমসিপি’‌র ধর্না মঞ্চে শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে সূত্রের খবর। সেখানে ঘণ্টাখানেক থাকবেন তিনি বলে খবর।
অন্যদিকে আজ দক্ষিণ কলকাতায় তিনটি পৃথক মানববন্ধন গড়ে তোলা হবে। টালিগঞ্জ থেকে গড়িয়া, যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে গড়িয়া এবং তারাতলা থেকে মহাবীরতলা। এই মানববন্ধনে সামিল হচ্ছেন দক্ষিণ কলকাতার উদ্বাস্তুদের একটি বড় অংশ।