রবিবার হাউস্টনে ‘হাউডি মোদী’। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যেমন মরিয়া ভারতীয় বংশোদ্ভূত ৫০ হাজার মানুষ, তেমনই উৎসুক খোদ মার্কিন প্রেসিডেন্টও। পরের দিন নিউইয়র্কে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত্ করবেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ইমরানের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার ফের মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের অফিস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হাউস্টনের ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট। ওহিও–তে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানেই ইমরান খান এবং মঙ্গলবার ফের নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলির বৈঠকের সাইডলাইনে এই দুটি বৈঠক আয়োজিত হবে বলে খবর। মঙ্গলবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের রূপরেখা স্থির হবে এই বৈঠকে। তবে কাশ্মীর নিয়েও এই বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অবশ্য এমনই দাবি করেছে। ‘হাউডি মোদী’র মঞ্চে মোদী–ট্রাম্পের এই সাক্ষাতকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শৃঙ্গলা।