তারকাদের ব্যক্তিগত জীবন সব সময়ই খোলা বইয়ের মতো। স্টারডমের নেগেটিভ দিকটা অনেক সময়ই আমরা দেখতে পাই না। ভক্তদের শুধু চোখে পড়ে তারকাদের বিলাসবহুল লাইফস্টাইল, ফ্যাশনেবল পোশাক। ভক্তদের ভালোবাসার কারণেই এই খ্যাতি তারকাদের পূর্ণ করে দেয়। কিন্তু অনেকে তারকা আছেন যারা খ্যাতির শিখরে উঠতে উঠতে পা মাটিতে রাখতে ভুলে যান। করিনা কাপুরের সাম্প্রতিক একটি ভিডিওতেও এমনই ঘটনা সামনে এসেছে।
হোলির দিন ঘটনাটা ঘটেছে। ওই দিন সপরিবারে বেবো হোলি পার্টিতে গিয়েছিলেন। সাদা সালোয়ার-কামিজ পরে ছোট্ট তৈমুরের হাত ধরে তিনি বাড়ি ফিরছিলেন। ঠিক সে সময়ই দুজন মেয়ে ভক্ত নায়িকার সঙ্গে ছবি তুলতে এগিয়ে যান। করিনা প্রথমে তাদের উপেক্ষা করার চেষ্টা করেন। শেষে অভিনেত্রী বিরক্ত হয়ে যান। রাগে কিছু কথাও বলেন তিনি। করিনার ওই ভিডিও প্রকাশ্যে আসতেই অভিনেত্রী নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন। কেন তার ভক্তদের সঙ্গে এমন ব্যবহার করলেন তা নিয়ে নেট জনতা প্রশ্ন তুলতে শুরু করেন। শুধু তাই নয়, ভক্তদের সঙ্গে এমন খারাপ ব্যবহারের জন্যই বলিউডে বদমেজাজি অভিনেত্রী হিসেবে করিনাকে দাগিয়ে দেয়া হয় বলেও অনেকে মন্তব্য করেন।
কেউ কেউ আবার বলতে শুরু করেন, হোলির দিন করিনার চেয়ে তার ভক্তের পোশাক বেশি নজরকাড়া ছিল। সুন্দরী ভক্তের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে ভয় পাচ্ছিলেন করিনা। সে কারণেই তিনি চেঁচিয়ে উঠে খারাপ ব্যবহার করতে শুরু করেন বলেও অভিযোগ করা হয়।