আন্তর্জাতিক স্বাস্থ্য

মৃত্যুর সংখ্যা বাড়ল ২১৩

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এবার ২০০ ছাড়াল। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার পর্যন্ত যেখানে চীনে মৃতের সংখ্যা ছিল ১৭০। শুক্রবার তা বেড়ে দাঁড়াল ২১৩–তে। তার মধ্যে হুবেই প্রদেশেই মারা গিয়েছেন ২০৪ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৬৯২। চীন ছাড়াও ১৮টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ১০০ ছাড়িয়েছে। তবে চীনের বাইরে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই।
করোনা ভাইরাসের মোকাবিলায় যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। প্রায় চারশো কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। বিশেষজ্ঞ দল তৈরি করে নজর চালানো হচ্ছে। চীনে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন শিল্পপতি জ্যাক মা এবং বিল এবং মেলিন্ডা গেটস। চীনের এই প্রচেষ্টার প্রশংসা করেছে হু। হু–এর ডিরেক্টর জেনারেল জানান, তাঁরা চীনে সফর বা বাণিজ্যে নিষেধাজ্ঞার কোনও প্রস্তাব করছেন না, বরং তার বিরোধিতাই করছেন। বিভিন্ন দেশ চীনে আটকে থাকা নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। ভারত থেকেও গিয়েছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।
তবে সাবধানতার প্রয়োজন বললেও আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন হু–এর ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস। করোনা ভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক স্বাস্থ্য ইমার্জেন্সি জারি করেছে হু।