আন্তর্জাতিক স্বাস্থ্য

মৃত্যুর সংখ্যা চীনে ৭২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা ৭০০ ছাড়াল। রোজ বাড়ছে মৃতের সংখ্যা। নতুন করে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। শোকের ছায়া চীনে। শনিবার পর্যন্ত চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২২। গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৩,৩৯৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪,৫৪৬ জন। করোনাভাইরাসের কারণে কিছু দেশ চীন পর্যটকদের উপর নিষেধাজ্ঞা সৃষ্টিতে বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. লি ওয়েনলিয়াংয়ের মৃত্যু হওয়ায় সরকারের বিরুদ্ধে অনলাইনে ক্ষোভ উগড়ে দিয়েছেন চীনের জনগণ। ২০১৯ সালের ডিসেম্বর মাসে তিনিই প্রথম সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়েছিলেন, তাঁর হাসপাতালে ফ্লুয়ের মতো উপসর্গ থাকা একগুচ্ছ রোগীর চিকিৎসা চলছে। তখনই পুলিশের রোষে পড়েন তিনি। ৩৪ বছরের লি ওয়েনলিয়াং শেষ পর্যন্ত মারা গেলেন নভেল করোনাভাইরাসের সংক্রমণেই।
লি তাঁর পোস্টে লিখেছিলেন, উহানে তাঁর হাসপাতালে অন্তত ৭ জন রোগী সার্সের মতো উপসর্গে ভুগছেন। ঠিক চার দিনের মাথায় ‘গুজব ছড়ানোর দায়ে’ তাঁকে শাসিয়ে দেয় পুলিশ। তাঁর মতো আরও ৭ জন হুইসলব্লোয়ারের একই দশা হয়। সেই সংক্রমণই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল তাঁর। অপেক্ষাকৃত কম বয়সের জন্যই এই রোগের সঙ্গে যুঝতে পেরেছিলেন লি।