আন্তর্জাতিক স্বাস্থ্য

মৃত্যুর সংখ্যাটা আজ ৪৯২

কার্যত ‘জরুরি অবস্থা’ জারি হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ সরকারি পরিসংখ্যা অনুযায়ী সোমবার সংখ্যাটা ছিল ৩৬১। রাত পোহাতেই মঙ্গলবার বেড়ে দাঁড়াল ৪২৫। আর বুধবার তা বেড়ে দাঁড়াল ৪৯২। আক্রান্তের সংখ্যা ২৪ হাজার।
এখনও পর্যন্ত ২৩টি দেশে এই ভাইরাস ছড়িয়েছে। ব্রিটেন থেকে নতুন করে এক ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর এসেছে। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা ১১ ছাড়িয়েছে। সোমবার ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তি করোনাভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন।
চীনে উড়ান তো বটেই, ট্রেন–বাস–ফেরি—সহ গণপরিবহণের সমস্ত ব্যবস্থা বন্ধ এই সব শহরে। স্কুল, কলেজ, অফিস বন্ধ। স্থানীয় বাসিন্দারা রীতিমতো ঘরবন্দি। এমনকী বাজার করতে বেরেনোতেও রয়েছে নিষেধাজ্ঞা। ভারত ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপিন্স, ম্যাকাও, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কাম্বোডিয়া, তাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, ফিনল্যান্ড, জার্মানি, আমেরিকা ও সংযুক্ত আরব আমিরশাহি— এই ২৪টি দেশ আক্রান্তের খোঁজ মিলেছে।