করোনাভাইরাস বিশ্বজুড়ে আর্থিক মন্দার পরিস্থিতি তৈরি করেছে। তার ওপরে তেল নিয়ে রাশিয়ার সঙ্গে ‘মূল্য যুদ্ধে’ নেমেছে সৌদি আরব। ফলে গত ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছে গেল তেলের দাম। যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুড তেলের দাম প্রায় ২৭ শতাংশ কমে ব্যারেল প্রতি হয়েছে ৩০.০৬ মার্কিন ডলার। ব্রেন্ট ক্রুড তেলের দাম কমেছে প্রায় ২৬ শতাংশ। তা বিক্রি হচ্ছে ৩৩.৩৩ ডলারে।
উল্লেখ্য, ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময়ে শেষবার এত কমেছিল তেলের দাম। তেলের দামে এই সংকট দেখা দিয়েছিল গত শুক্রবার থেকে। সৌদি নেতৃত্বাধীন ওয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) ১৪ সদস্য ও রাশিয়ার নেতৃত্বাধীন অন্যান্য তেল উৎপাদক দেশগুলো একটি বৈঠকে বসেছিল। তেলের উৎপাদন কমানো হবে কি না সেটাই ছিল এই আলোচনার মূল বিষয়বস্তু।
তেলের দাম ধরে রাখতে প্রত্যেকদিন দেড় মিলিয়ন ব্যারেল উৎপাদন কমানোর পক্ষে মত দেয় ওপেক। তাতে সম্মত হতে পারেনি রাশিয়া নেতৃত্বাধীন গোষ্ঠী। ভিয়েনার ওই আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই ধস নামে তেলের বাজারে। দাম পড়ে যায় গড়ে ১০ শতাংশ। এবার আরও বড় ধাক্কা দিল সৌদি আরব। রাশিয়ার ওপর চাপ বাড়াতে তারা তেলের দর ছয় থেকে আট ডলার পর্যন্ত কমিয়ে দিয়েছে।