লিড নিউজ

মুখ্যমন্ত্রীকে রাজধর্ম স্মরণ করালেন অভিনেত্রী

রাজধর্ম স্মরণ করালেন অপর্ণা সেন। জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে মুখ খুললেন অভিনেত্রী অপর্ণা সেন। অপরাধীরা যাতে ছাড় না পায় তা মুখ্যমন্ত্রীকে নিশ্চিত করতে অনুরোধ করলেন তিনি। টুইটে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘‌রাজ্যের সব নাগরিকের দায়িত্ব আপনার। আপনি সবার মুখ্যমন্ত্রী। তাই দয়া করে বিচার সুনিশ্চিত করুন।’‌
পুজোর মধ্যে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর গর্ভবতী স্ত্রী ও শিশুসন্তান খুনে ইতিমধ্যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে বিজেপি। বৃহস্পতিবার বেলডাঙায় এক দলীয় সভায় বিজেপি’‌র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমরা সিবিআই তদন্ত চাইছি। আরএসএস–এর কর্মী ছিলেন নিহত ওই যুবক। বিজেপি’‌র সমর্থক ছিলেন। সিবিআই দিয়ে তদন্ত করলেই সঠিক তথ্য উঠে আসবে।’
বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই হত্যাকাণ্ডে রাজ্যের বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‌একজন গর্ভবতী মহিলা, একটা ৬ বছরের শিশু নৃশংস ভাবে খুন হলেন। তাও কেন বুদ্ধিজীবীদের বিবেক জাগে না?’‌ এদিন এই প্রশ্নের প্রেক্ষিতেই তাঁর টুইট বলে মনে করা হচ্ছে। টুইটে অপর্ণা সেন লিখেছেন, ‘‌আমাদের রাজ্যে আরএসএস কর্মীর অন্তঃসত্ত্বা স্ত্রী এবং সন্তানকে নৃশংসভাবে শেষ করা হয়েছে। কারণ যাই থাক এটা আমাদের জন্য লজ্জার। ম্যাডাম সিএম! দোষীরা যাতে শাস্তি পায়, তা দয়া করে সুনিশ্চিত করুন। রাজনৈতিক সত্তার বাইরে আপনি গোটা রাজ্যের নাগরিকের দায়িত্ব আপনার। আপনি সবার মুখ্যমন্ত্রী।’‌
লোকসভা নির্বাচনের আগে জয় শ্রী রাম স্লোগান বিতর্কে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন অপর্ণা। তাঁকে সংযত হতে বলে অপর্ণা জানিয়েছিলেন, জয় শ্রী রাম কোনও রাষ্ট্রবিরোধী স্লোগান নয়। অন্য যে কোনও স্লোগানের মতো মানুষের জয় শ্রী রাম বলারও অধিকার রয়েছে। এবার আবার মুখ খুললেন।