এ বার ‘মুখ্যমন্ত্রীকেই বলছি’ নামে বই প্রকাশ করল বামফ্রন্ট। কংগ্রেস ও বাম তো বটেই, তৃণমূল বিধায়কদের হাতেও ওই বই তুলে দিতে চান বিরোধী নেতারা। বিধানসভায় বৃহস্পতিবার ‘মুখ্যমন্ত্রীকেই বলছি’ পুস্তিকা প্রকাশ করতে গিয়ে সিপিএম নেতারা ফের ডাক দিয়েছেন গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ আন্দোলন ছড়িয়ে দেওয়ার। গেল তিন বছরে মুখ্যমন্ত্রীকে দেড়শোরও বেশি চিঠি দিয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। এক বার প্রাপ্তি স্বীকার ছাড়া কোনও চিঠিরই জবাব আসেনি মুখ্যমন্ত্রীর দফতর থেকে। পাঠানো চিঠির মধ্যে ৩০টি বেছে নিয়ে ‘মুখ্যমন্ত্রীকেই বলছি’ নামে এই সংকলন প্রকাশ করেছে বাম পরিষদীয় দল। তৃণমূল সরকারের প্রথম দফায় মুখ্যমন্ত্রীকে লেখা তৎকালীন বিরোধী দলনেতা সূর্যবাবুর চিঠির সংকলন দু’পর্বে বেরিয়েছিল ‘জবাব মেলেনি’ নামে।
বিধানসভা ভবনের নৌসাদ আলি কক্ষে এই বই প্রকাশিত হয়৷ এই সভায় সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি’র রাজ্য সম্পাদক হিসেবে স্বপন বন্দ্যোপাধ্যায়, নরেন চট্টোপাধ্যায় ও বিশ্বনাথ চৌধুরী সহ বাম ও কংগ্রেস শিবিরের অন্যান্য বিধায়করাও উপস্থিত ছিলেন৷