রাজ্য–রাজ্যপাল সংঘাতের আবহ অব্যাহত। তার মধ্যেই ফের মুখোমুখি দেখা হতে চলেছে যুযুধান দুই প্রতিপক্ষের। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ধনকারের মুখোমুখি সাক্ষাৎ হতে চলেছে। আগামী ২৬ নভেম্বর সংবিধান প্রণয়ন দিবস। সেই উপলক্ষ্যে বিধানসভায় ২৬ এবং ২৭ তারিখ বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানে রাজ্যপাল জগদীপ ধনকারকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শত মতপার্থক্য থাকলেও মুখ্যমন্ত্রীর এই অনুরোধ ফেরালেন না রাজ্যপাল। প্রেস বিবৃতি দিয়ে ওই অনুষ্ঠানে যোগদান করার কথা জানিয়ে দিলেন জগদীপ ধনকার। ফলে সেখানে নতুন কিছু শোনা যায় কিনা এখন সেটাই দেখার।
এদিকে সংবিধান দিবস পালন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কারণ ওই দিনটি পালন করতে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলে টুইট করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাল্টা রাজ্যপালের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, ওই দিনেই রাজভবনে পালন হবে সংবিধান দিবস। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই নিয়ে রাজ্য–রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে।
অন্যদিকে রাজ্যপাল জানান, ২৬ তারিখ বিকেলে বিধানসভার ওই অধিবেশনে অংশগ্রহণ করবেন। দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর গুরুত্ব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সংবিধানই দেশের সুপ্রিম আইন। প্রত্যেক নাগরিকের উচিত তা মেনে চলা। কিন্তু রাজভবনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে কোনও নিশ্চিত খবর মেলেনি।
