লিড নিউজ

মুক্ত ফারুক, এখন আটক ওমর–মেহবুবা!‌

জন নিরাপত্তা আইনে গৃহবন্দি জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা অবশেষে মুক্তি পেতে চলেছেন। প্রায় সাতমাসের বন্দিদশার পর জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল উপত্যকার প্রশাসন। শুক্রবার একটি নির্দেশিকা প্রকাশ করে জানাল জম্মু–কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তর। সংবিধানের ৩৭০ ধারা খারিজ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই গৃহবন্দি ছিলেন ফারুক আবদুল্লা। দীর্ঘ সাত মাস পর অবশেষে তিনি মুক্তি পেতে চলেছেন।
তিনবার জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন ফারুক আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্স থেকে পাঁচবার সাংসদও হয়েছেন। এই মুহূর্তেও লোকসভার সদস্য তিনি। গত ৫ আগস্ট জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর তাঁকে বন্দি করা হয়। এই তালিকায় রয়েছেন তাঁর ছেলে এবং জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
এনসিপি প্রধান শারদ পাওয়ার টুইটারে আবেদনটি করেন, ‘মোদী সরকারের আমলে ভারতীয় গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। এতে বিচারব্যবস্থা, স্বাধীনতা , সমানাধিকার, সৌভ্রাতৃত্ব ক্ষুণ্ণ হচ্ছে। এমন পরিস্থিতিতে জম্মু–কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুক্তির দাবি জানানো আমাদের কর্তব্য।’‌ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছেন, ‘‌বর্ষীয়ান নেতার শারীরিক সুস্থতা কামনা করি। তিনি আবার কাজ শুরু করুন তা চাই। আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতির মুক্তি দেওয়া হোক।’‌