বিনোদন

মুক্তি পেয়েছে কাজল অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে কাজল অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেবী’ মুক্তি পেয়েছে। পরিচালক প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় নারীকেন্দ্রিক এই স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করেছেন।একটি কক্ষে নয়জন আটকে পড়া নারীকে নিয়ে নির্মাণ করা হয়েছে ‘দেবী’। তারা প্রত্যেকেই অত্যন্ত বিষণ্ণ। একটি অদ্ভুত মিল রয়েছে তাদের সবার। গল্পের এক পর্যায় জানা যায়, ধর্ষণের শিকার তারা সবাই!

প্রবীণ ও নবীন সেরা ন’জন অভিনেত্রী ‘দেবী’তে অভিনয় করেছেন। কাজল ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন নেহা ধুপিয়া, শ্রুতি হাসান, নীনা কুলকার্নি, মুক্তা বার্ভে, শিবানী রঘুবংশী, যশস্বিনী দয়ামা, সন্ধ্যা মাত্রে ও রমা জোশি’র মতো অভিনেত্রী। তাদের প্রায় সবাই নারীদের বিভিন্ন ইস্যু নিয়ে নানা সময়ে সরব হয়েছেন। ‘#মিটু’ আন্দোলনের প্রতিও জোরালো সমর্থন রয়েছে তাদের।