পরিচালক অতনু ঘোষের আগামী ছবি ‘রবিবার’। এই ছবিতে প্রথম জুটি বেঁধেছেন প্রসেনজিৎ-জয়া। ছবির ট্রেলর রিলিজ করা হল নন্দনে। পরিচালক সহ-কলাকুশলীরা হাজির হয়েছিলেন সেখানে। এক ঝলক দেখলে ছবিটি থ্রিলর বলে মনে হতে পারে। তবে অতনুর কথায়, ছবিটি একাকীত্বের ছবি। মনের জটিলতা এবং বিভিন্ন স্তরের কনফিলক্ট-এর গল্প ‘রবিবার’। ছবিতে দুই প্রাক্তনের দেখা হয় একটি ‘রবিবার’-এ। সারাদিন ধরে তাদের জীবনের ঘটনা প্রবাহকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প। ‘ময়ূরাক্ষী’ করার সময় থেকেই অতনু ঘোষের ইচ্ছে ছিল একাকীত্ব নিয়ে আরও দু’টি ছবি করবেন। ‘ময়ূরাক্ষী’, ‘রবিবার’ এবং ‘বিনিসুতা’ পৃথক গল্প হলেও নির্যাস এক।
বুম্বাদার সঙ্গে কাজ করার অনেক দিনের ইচ্ছে জয়ার। প্রসেনজিৎও খুব পছন্দ করেন জয়ার কাজ। একটা মানানসই চিত্রনাট্য খুঁজছিলেন একসঙ্গে কাজ করার জন্য। যেখানে অভিনয় করে দু’জনেই তৃপ্ত হবেন। ‘রবিবার’-এর চিত্রনাট্যে সেই সমস্ত উপাদানই ছিল। প্রসেনজিৎ এর সঙ্গে কাজ করে জয়া উচ্ছ্বসিত। প্রসেনজিৎ বলেন, এই ছবিটা ভীষণ কঠিন একটা ছবি। সেরকম কোনও গল্প নয়, মুহূর্তের ওপর নির্ভর করে ‘বরিবার’।
ছবিতে প্রসেনজিৎ এর চরিত্রের নাম অসীমাভ। জয়ার নাম সায়নী। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। ব্যাকগ্রাউন্ড স্কোরে বৈচিত্র্য রয়েছে বলে দাবি সঙ্গীত পরিচালকের। বেশ জনপ্রিয় হয়েছিল ছবির টিজার। ‘রবিবার’-এর ট্রেলর প্রকাশ্যে এসেছে শনিবার সন্ধ্যায়। এখন দর্শকের মনে কতটা জায়গা করে নেবে এই ছবি তা সময়ই বলবে। ‘রবিবার’মুক্তি পাবে ২৬ ডিসেম্বর।