ব্রেকিং নিউজ

মুকুলেই আস্থা রাখল পদ্ম শিবির

লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি’‌র ১৮টি আসন পাওয়া সম্ভব হয়েছিল মুকুল রায়ের হাতযশেই। আর এবার সামনে কলকাতা পুরসভার নির্বাচন। তাই পুরভোট আসতেই বিজেপি’‌র কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিল তাঁরা মুকুলকেই চাণক্য হিসাবে মেনে নিয়েছে। সেকারণে তাঁর উপরেই আস্থা রাখলেন বিজেপি’‌র কেন্দ্রীয় নেতারা। রাজ্যের পুরনির্বাচনের আহ্বায়ক করা হল মুকুল রায়কে।
দলীয় সূত্রে খবর, আসন্ন পুরভোটের জন্য ৫৭ জনের কমিটি গঠন করেছে বিজেপি। ওই কমিটির নেতৃত্ব থাকছে মুকুল রায়ের হাতে। তাঁকেই করা হয়েছে আহ্বায়ক। মুকুলের ডেপুটি হয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং। দিলীপ ঘোষ, রাহুল সিনহাকে কমিটিতে ফিরিয়ে আনা হয়েছে। নাম রয়েছে রাহুল ঘনিষ্ঠ রীতেশ তিওয়ারির। এমনকী শ্রীরামপুরের পুরভোটের দায়িত্ব দেওয়া হয়েছে রীতেশকে। কমিটিতে রয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং বাবুল সুপ্রিয়। আছেন রাজ্যের ১৮ জন সাংসদ। তৃণমূল থেকে আসা বিধায়করাও রয়েছেন কমিটিতে।
উল্লেখ্য, গত পঞ্চায়েত ভোটে মুকুল রায়কে আহ্বায়ক করেছিল বিজেপি। তখন উঠেছিল বিস্তর হিংসার অভিযোগ। সবাইকে ছাপিয়ে গ্রামবাংলায় উঠে এসেছিল গেরুয়া শিবিরের দাপট। এরপর লোকসভা ভোটের আহ্বায়ক হন মুকুল রায়। রাজ্যে প্রথমবার ১৮টি আসন দলকে পাইয়ে দেন একক ক্যারিশমায়। ভোটের আগে নিশীথ প্রামাণিক, অর্জুন সিং, সৌমিত্র খাঁদের ভাঙিয়ে বিজেপিতে এনেছিলেন মুকুল। তাঁরা সকলেই জিতেছেন। তাই পুরষ্কার বাবদ আরও একবার তাঁর রাজনৈতিক স্ট্র‌্যাটেজির উপরেই ভরসা রাখল অমিত শাহরা।