২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। আর বিজেপি’র কাছে এখন মিশন বেঙ্গল। তাই দিল্লির ভোটপর্ব মেটার পর সিএএ নিয়ে বোঝাতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরও কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ১ মার্চ তিনি ফের শহরে আসছেন। বিজেপি’র জাতীয় সম্পাদক রাহুল সিনহা জানিয়েছেন, বাংলা সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজেপি চাইছে পুরভোটেই শাসকদলকে চ্যালেঞ্জ ছুঁড়তে। দিল্লির হার থেকে শিক্ষা নিয়ে সংগঠন মজবুত করার নির্দেশ দিয়েছেন অমিত। বাংলার বিজেপি নেতৃত্বকে বলা হয়েছে, প্রতিটি বুথের কর্মীদের ছবি–সহ তালিকা পাঠাতে হবে। কমিটি ঠিক কিনা তা যাচাই করবে নেতৃত্ব। প্রতিটি বুথ কমিটিতে সামিল করতে হবে সমাজের সব অংশের মানুষকে। যুব ও মহিলাদের অগ্রাধিকার দিতে হবে। বুথ কমিটির কাজকর্ম দেখতে হবে রাজ্য নেতাদের। বুথে রাতও কাটাতে হবে। ১০ মার্চের মধ্যে শেষ করতে হবে গোটা প্রক্রিয়া।
নাগরিকত্ব সংশোধিত আইন এবং নাগরিকপঞ্জির বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা–সহ জেলায় জেলায় বিরোধিতায় সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। তার পাল্টা কলকাতায় নাগরিকত্ব সংশোধিত আইনের অভিনন্দনযাত্রায় সামিল হয়েছিলেন বর্তমানে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
