চীনে মহামারির আকার নিয়েছে। তবে আতঙ্কের মধ্যেও করোনাভাইরাসের চিকিৎসায় সাড়া ফেলে দিলেন থাইল্যান্ডের একদল চিকিৎসক। ফ্লু এবং এইচআইভি’র চিকিৎসার ওষুধের সংমিশ্রণে করোনাভাইরাসের চিকিৎসার নতুন এই ওষুধ তৈরি করেছেন তাঁরা। এমনকী অসুস্থদের মধ্যে নতুন এই ওষুধের প্রয়োগে ব্যাপক সাফল্য মিলেছে বলে দাবি তাঁদের। এই নতুন অ্যান্টি–ভাইরাসের প্রয়োগে মাত্র ৪৮ ঘণ্টাতেই এক রোগী সুস্থও হয়ে উঠেছেন বলে জানান থাইল্যান্ডের এক চিকিৎসক। তবে বিষয়টা এখনও গবেষণার পর্যায়েই রয়েছে। তাই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের উপর এখনই প্রয়োগ করার ছাড়পত্র দেওয়া হয়নি।
উল্লেখ্য, এইচআইভি’র চিকিৎসায় লোপিনাভির এবং রিটোনাভির ওষুধ ব্যবহার করা হয়। আর ফ্লুর চিকিৎসায় ব্যবহার করা হয় ওসেলটামিভির। করোনাভাইরাসের চিকিৎসায় বেশি পরিমাণে ওসেলটামিভিরের সঙ্গে লোপিনাভির এবং রিটোনাভির রোগীর দেহে প্রয়োগ করা হচ্ছে। তাতে ব্যাপক সাড়া মিলেছে বলে চিকিৎসকদের দাবি। চিকিৎসক কিয়েংসাক আত্তিপর্নওয়ানিচ দাবি করেছেন, ৭১ বছরের এক করোনা আক্রান্ত রোগীর উপর এই অ্যান্টি-ভাইরাস প্রয়োগ করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই চিকিৎসকেরা তাঁর উপরে নজর রেখেছিলেন। তাঁর শরীরে এই মিশ্রিত এইচআইভি এবং জ্বরের অ্যান্টি–ভাইরাস প্রয়োগ করার ৪৮ ঘণ্টা পর থেকেই শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে।