খেলাধুলা ব্রেকিং নিউজ

মায়াঙ্কের ডাবল সেঞ্চুরি, ভাঙলেন ব্রাডম্যানের রেকর্ড!

টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্দোরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। ক্যারিয়ারের অষ্টম টেস্টে এসে দুটি ডাবল সেঞ্চুরির মালিক হয়ে গেলেন তিনি। সঙ্গে একটা সেঞ্চুরি এবং তিনটি ফিফটি তার নামের পাশে। বাংলাদেশের বিপক্ষে ২৪৩ রানের এই ইনিংস খেলে দারুণ এক রেকর্ডও করে ফেলেছেন তিনি। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে কম ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরির মালিক এখন মায়াঙ্ক আগারওয়াল। তিনি ভেঙেছেন স্যার ডন ব্রাডম্যানের রেকর্ড। ক্যারিয়ারের ১৩তম ইনিংসে এসে ব্রাডম্যান পেয়েছিলেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা। মায়াঙ্ক ৮ টেস্ট খেললেও এটা টেস্টে তার ১২তম ইনিংস। টেস্ট ক্যারিয়ারের ১২তম ইনিংসে এসে দুই ডাবল সেঞ্চুরি করে তিনি তাই ব্রাডম্যানের আগে নিজের নাম লিখিয়েছেন।