সোমবার মালিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত হয়েছেন। গত কয়েক দশকের ইতিহাসে বিমান বিধ্বস্ত হয়ে ফরাসি সেনা নিহত হওয়ার ঘটনার মধ্যে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রো এক টুইট বার্তায় বলেছেন,‘ এই ১৩ বীরের একমাত্র লক্ষ্য ছিল আমাদের সুরক্ষা দেওয়া। তাদের স্বজন এবং সহকর্মীদের কাছে আমার মাথা নত করছি।’
