নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে টানা চার বলে চার উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। ১২ বছর আগে সেই একই কীর্তি টি২০-তেও গড়েছিলেন লংকান এই পেসার। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বলে চার উইকেট নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। ওয়ানডেতে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই সেটি ছিল চার বলে চার উইকেট নেওয়ার প্রথম ঘটনা। এর মধ্যদিয়ে তিনি প্রথম বোলার হিসেবে টি২০ ক্রিকেটে দুটি হ্যাটট্রিকের নতুন রেকর্ডে লিখিয়েছেন নিজের নাম। ১২ বছর আগে টানা চার বলে চার উইকেট পেয়েছিলেন দুই ওভার মিলিয়ে। এবার অবশ্য এই কীর্তি গড়েছেন একই ওভারে।
আন্তর্জাতিক ক্রিকেটে চার বলে চার উইকেট নেওয়ার এটি মাত্র তৃতীয় ঘটনা। মালিঙ্গার দু’বার ছাড়া একবার এই কীর্তি আছে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের। টি২০র মতো ওয়ানডেতেও সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক মালিঙ্গা। ওয়ানডেতে তার হ্যাটট্রিক তিনটি, আর কারোর নেই দুটির বেশি হ্যাটট্রিক। দক্ষিণ আফ্রিকা ছাড়াও ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন কেনিয়া ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মালিঙ্গার হ্যাটট্রিক পাঁচটি- স্বাভাবিকভাবেই অন্য সবার চেয়ে বেশি।