‘কোহলি, এই কোহলি, কোহলি। চার মার না, কী করছিস! এই কোহলি, চার মার।’ এভাবেই কোহলিকে চার মারতে বলেছেন আনুশকা। আর নিজেদের ঘরে পাশে বসে থাকা কোহলি এমনভাবে আনুশকার দিকে তাকিয়েছেন, যেন মাথা খারাপ হয়ে গেছে আনুশকার।
এই ভিডিওর ক্যাপশনে আনুশকা লিখেছেন, ‘আমার মনে হলো, কোয়ারেন্টিনে ঘরে থেকে থেকে কোহলি ক্রিকেটের মাঠকে খুব মিস করছে। মাঠের লাখ লাখ ভক্তকে মিস করছে। তাই এই ধরনের ভক্তদেরও মিস করছে নিশ্চয়ই। আমি তাই একজন ভক্ত হয়ে ঘরে বসে খেলার মাঠের সেরকমই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করলাম মাত্র।’
আনুশকার এই ভিডিও ২২ ঘণ্টায় দেখা হয়েছে প্রায় ১ কোটিবার। ইনস্টাগ্রামের ১ কোটি ভিউয়ের ভিডিও হাতে গোনা। ৬২ হাজারেরও বেশি মানুষ এখানে মন্তব্য করেছেন। মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেটার ও বলিউড তারকারা।
বলিউড তারকাদের ভেতর প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং, কার্তিক আরিয়ান, আয়ুষ্মান খুরানা, করণ জোহর, অর্জুন কাপুর, সানিয়া মির্জা, দিয়া মির্জা, নীনা গুপ্ত, কুনাল খেমু, কাজল আগারওয়াল, জারিন খান, ডায়ানা পেন্টি, জেনেলিয়া ডি সুজা, পূজা হেগড়ে হুমা কুরেশীসহ আছেন আরও অনেকে।