বিনোদন

মান্না দের মৃত্যুবার্ষিকী আজ

ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী মান্না দের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের এই দিনে তিনি বেঙ্গালুরুর একটি হাসপাতালে মারা যান। প্রখ্যাত শিল্পী মান্না দে ১৯১৯ সালে পহেলা মে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে। কিন্তু মান্না দে নামেই খ্যাতি পেয়েছিলেন।

হিন্দি, বাংলা, মারাঠি, গুজরটি সহ অনেক ভাষায় ষাট বছরেরও বেশি সময় সঙ্গীতচর্চা করেছেন তিনি। দীর্ঘদিনের ক্যারিয়ারে গেয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি গান। তার অসংখ্য হিট গানের মধ্যে ‘কফি হাউজের সেই আড্ডা’, ‘সবাই তো সুখী হতে চায়’, ‘যদি কাগজে লিখ নাম’, ‘পৌষের কাছাকাছি’, ‘কতদিন দেখিনি তোমায়’, ‘খুব জানতে ইচ্ছে করে’, ‘এ মেরি জোহরা জাবিন’, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’ প্রমুখ শ্রোতাদের মনের মণিকোঠায় গেঁথে রয়েছে।

সঙ্গীত ভুবনে অসামান্য অবদানের জন্য তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে সহ অজস্র সম্মামনায় ভূষিত হয়েছেন।