বাংলাদেশ

মানব পাচারের অভিযোগ : ব্রাজিলে ৭ বাংলাদেশি আটক

ব্রাজিলে এক ব্যবসায়ীসহ ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। মানব পাচারের অভিযোগে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ব্যবসায়ী সাইফুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টেক্সাস আদালতে মানব পাচার ও ষড়যন্ত্রের আটটি অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা জানিয়েছে। ব্রাজিল পুলিশের হাতে আটক ছয় বাংলাদেশি হলেন- সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, তামুর খালিদ, মোহাম্মদ ইফরান চৌধুরী, মোহাম্মদ নিজাম উদ্দিন ও বুলবুল হোসাইন।