দেশ

মানচিত্রে ফিকে গেরুয়া রং!‌ কিসের ইঙ্গিত?‌

কংগ্রেস মুক্ত ভারত হয়নি। বরং ধীরে ধীরে ফিকে হচ্ছে গেরুয়া রং। এটা কিসের ইঙ্গিত?‌ মহারাষ্ট্রে ‘‌মহা বিকাশ আঘাড়ি’‌ সরকার গঠনের পর আরও একটি বড় রাজ্য থেকে বিজেপি শাসনের অবসান হতে চলেছে। প্রথমে রাজস্থান ও মধ্যপ্রদেশে, তারপর ছত্তিশগড়, কাশ্মীর, এবার মহারাষ্ট্র। একে একে অনেকগুলি রাজ্য থেকে বিজেপি বিদায় নিয়েছে। জুড়েছে শুধু কর্নাটক। ওড়িশায় তো পাত্তাই পায়নি মোদী–শাহ জুটি। কিন্তু এসবের শেষে মহারাষ্ট্রে যা হল, তাতে কী কেন্দ্রে পরিবর্তন সময়ের অপেক্ষা?‌
এইসব প্রশ্ন এখন জাতীয় রাজনীতির অলিন্দে ঘুরপাক খাচ্ছে। বিধানসভার নিরিখে গত দু’বছরে ক্রমশ পায়ের তলার জমি হারাতে শুরু করেছে বিজেপি। যাতে নয়া সংযোজন মহারাষ্ট্র। সেখানে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে নেমে রণে ভঙ্গ দিতে হয়েছে তাদের। আর তাতেই উদ্বেগ বেড়েছে দলের শীর্ষ নেতৃত্বের। ২০১৮ সালের মার্চ মাসে বিজেপি’‌র শাসন ক্ষমতায় ছিল প্রায় ১৯টি রাজ্যে। আর ২০১৯ সালের নভেম্বরে সেই সংখ্যা কমে হয়েছে ১৪। তার মধ্যে ভারতের বড় রাজ্যগুলির একটিও বিজেপি’‌র ক্ষমতাধীন নেই, একমাত্র উত্তরপ্রদেশ আছে।
গোটা মানচিত্রের দিকে তাকালে ২০১৪ সালে বিপুল সংখ্যাগারিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার গড়ে বিজেপি। তখন একক বা শরিক দলের সঙ্গে মিলে পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া এবং অরুণাচলপ্রদেশ–এই সাতটি রাজ্য তাদের দখলে ছিল। মোদী ঝড়ে ভর করে ২০১৫ সালেই আরও ৬টি রাজ্য গেরুয়া শিবিরের দখলে চলে আসে। ২০১৬ সালে তাদের দখলে থাকা মোট রাজ্যের সংখ্যা দাঁড়ায় ১৫। ২০১৭ সালে আরও চারটি রাজ্য যোগ হয় তাতে। ২০১৮ সালের সেপ্টেম্বরের মধ্যে মোট ২১টি রাজ্যের দখল চলে আসে গেরুয়া শিবিরে। তখন শুধুমাত্র তামিলনাড়ু, কেরল, কর্নাটক, মিজোরাম, পাঞ্জাব, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং তেলঙ্গানা তাদের হাতে ছিল না। মোদী–শাহ জুটি হয়ে উঠেছিলেন লার্জার দ্যান লাইফ।
এদিকে ২০১৮ সালেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়— হিন্দি বলয়ের এই প্রধান তিন রাজ্যই হাতছাড়া হয় তাদের। তেলুগু দেশম পার্টি এনডিএ ছেড়ে বেরিয়ে গেলে অন্ধ্রপ্রদেশও বেরিয়ে যায় হাত থেকে। নভেম্বরে মিজোরামে জোট সরকার গড়তে সফল হলেও, ২০১৮ সালের ডিসেম্বরে মেহবুবা মুফতির পিডিপি’‌র সঙ্গে বিজেপি’‌র জোট সরকার ছিন্ন হয়ে গেলে রাষ্ট্রপতি শাসন জারি হয় সেখানে। ফলে উপত্যকাও হাতছাড়া হয় গেরুয়া শিবিরের। এবারও জোট ছিন্ন হলে মহারাষ্ট্র হাতছাড়া হল। তাই অনেকে বলছেন, বিজেপি’‌র বুঝি শেষের শুরু হয়েছে ধীরে ধীরে। আর সেই শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত কেন্দ্রীয় ক্ষমতার দম্ভে হয়তো আন্দাজ করতে পারেনি বিজেপি। এখন কপালে ভাঁজ পড়েছে গেরুয়া শিবিরের।