গত তিন দিন ধরে বাংলাদেশের ক্রিকেটে যে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল, বুধবার রাতে বিসিবি ( বাংলাদেশ ক্রিকেট বোর্ড ) কর্মকর্তা ও ক্রিকেটারদের দুই ঘণ্টার আলোচনায় তা কেটে গেছে। সব দাবি মেনে নেওয়ায় শনিবার থেকে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ তো খেলবেনই; ভারত সফরের ক্যাম্পেও যোগ দেবেন তারা। আলোচনা শেষে ব্রিফিংয়ে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন । সাকিব ঘোষণা দেন, সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে ফেরার। বিসিবি ৯টি দাবি মেনে নেওয়ার পর কোয়াবও তাদের অবস্থান থেকে সরে এসে ক্রিকেটারদের দাবি মেনে নিয়েছে। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘কোয়াব আমাদের অধীনে নেই। তাই এক নম্বর দাবি নিয়ে বিসিবির কিছু করার নেই।’ যদিও সাকিব শুনিয়েছেন আশার কথা, ‘আমরা দুর্জয় (কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয়) ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের সঙ্গে একমত। আমাদের একটা নির্বাচন করতে হবে। জাতীয় লিগের পর ফাঁকা সময়ে আমরা বর্তমান ক্রিকেটারদের নিয়ে নতুনভাবে কমিটি গঠন করবো।’ এর আগে বুধবার গণভবনে দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি। এরপর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আগের ১১ দাবির মধ্যে কিছুটা পরিবর্তন এনে আরও দুটি যোগ করেন ক্রিকেটাররা। সবশেষে বিসিবির সঙ্গে তারা বৈঠকে বসলে চলমান সংকটের সমাধান হয়।
