যে মা ছেলেকে জন্ম দিয়ে বড় করে তুলল তাঁকেই বাড়ি থেকে বের করে দিল গুণধর ছেলে! বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাস্থল লেকটাউনের কালিন্দি এলাকা। অসহায় বৃদ্ধা দমদম থানার দ্বারস্থ হলেও পুলিশ কোনও সহায়তা করেনি বলেই অভিযোগ। ২০১৮ সালে স্বামীকে হারান বিমলা খান্না। সেই থেকে ছেলে–বৌমার সঙ্গেই থাকতেন ৬৩ বছরের বৃদ্ধা।
স্থানীয় সূত্রে খবর, স্বামী ছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী। বৃদ্ধার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর থেকেই বৃদ্ধার ওপর অত্যাচার শুরু করে ছেলে অর্চিত খান্না এবং পুত্রবধূ শ্রেয়া। স্থানীয়দের সহায়তায় বাড়িতে সিসিটিভি লাগান বৃদ্ধা। শুক্রবারই বিমলাদেবীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি– তে। শীতের রাতে রাস্তায় কাটাতে হয়েছে তাঁকে। তারপর স্থানীয়দের সহায়তায় থানায় অভিযোগ জানালেও পুলিশ তাতে কর্ণপাত করেনি। এখন এই বৃদ্ধা বাড়ি ঢুকতে পারেনি।
উল্লেখ্য, কয়েকদিন আগে কাটোয়ায় অজয় নদের কাছে এক দূর্গা মন্দির থেকে উদ্ধার করা হয় অসহায় এক বৃদ্ধাকে। ছেলে মেয়ের অত্যাচারেই ঘর ছাড়া হয়েছিলেন বৃদ্ধা। অসহায় বৃদ্ধার চিকিৎসার ভার নেয় কাটোয়া পুলিশ। কিন্তু অসহায় বৃদ্ধা বিমলাদেবীর কি হবে তা এখনও স্পষ্ট নয়।