দেশের প্রজাতন্ত্র দিবসে তাঁদের হাঁটতে হচ্ছে কঠিন পথ ধরে। তাতে তাঁদের কোনও দুঃখ নেই। বরং এই কাজকেই যেন তাঁরা ভালবেসে মেনে নিয়েছেন। তাই তো চড়াই–উতরাইয়ের মধ্যে দিয়েও দেশকে কুর্নিশ জানাচ্ছেন জওয়ানরা। এমনই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য গোটা দেশ যখন অনুষ্ঠানে ব্যস্ত তখন ১৭ হাজার ফুট উচ্চতায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পতাকা উত্তোলন করলেন ভারত–তিব্বত বর্ডারের (আইটিবিপি) জওয়ানরা। দেশ মাতৃকাকে মন দিয়ে ভাল না বাসলে এমন কঠিন পথকে আগলে ধরা এককথায় অসম্ভব।
বরফে ঢাকা হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও উৎসাহের সঙ্গে প্রজাতন্ত্র দিবস পালন করলেন তাঁরা। মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রাতেও তাঁদের কণ্ঠে ধ্বনিত হল বন্দেমাতরম স্লোগান, ভারত মাতা কি জয়। আইটিবিপি’র পক্ষ থেকে ট্যুইটারে প্রজাতন্ত্র দিবস পালনের সেই ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। যা দেখে আপ্লুত নেটিজেনরা। আর হতবাক সাধারণ মানুষ। এত দুর্গম পরিস্থিতিকে কার্যত আলিঙ্গন করে যেভাবে প্রজাতন্ত্র দিবস পালন করলেন জওয়ানরা তা নিঃসন্দেহে দেশপ্রেমের অনন্য নজির বহন করে।
প্রতিকূল পরিবেশে জওয়ানরা কেমন করে সীমান্ত রক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন তা এই ছবিতে স্পষ্ট হয়েছে। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি ও ভিডিওটি দেখে কুর্নিশ করছেন নেটিজেনরা। কারণ পরিবার–পরিজন, বন্ধু–বান্ধব সব ছেড়ে দেশের মানুষকে নিরাপত্তা দিয়ে চলেছেন। তাই এই দিনে তাঁদের সবাই স্যালুট করছে।