অর্থনীতি ব্রেকিং নিউজ

মহার্ঘভাতা বাড়ল ৫ শতাংশ

দীপাবলির আগে সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ফের ৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার মন্ত্রিসভার অনুমোদনের পর এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী। ফলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কর্মরত এবং প্রায় ৬২ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী।
বুধবার প্রকাশ জাভড়েকর জানান, ১২ শতাংশ থেকে ১৭ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। তার জন্য কেন্দ্রকে বাড়তি ১৬ হাজার কোটি টাকা বহন করতে হবে। প্রায় সব ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এতে ৬২ লক্ষ পেনশনভোগীরাও উপকৃত হবেন।
চলতি বছরের জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন জাভড়েকর। অর্থাৎ জুলাই থেকে বকেয়া পাবেন কর্মীরা। এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কাজে উৎসাহ বাড়বে।