‘এপিডেমিক’ থেকে ‘প্যান্ডেমিক’–এ উত্তীর্ণ হয়েছে নোভেল করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়ে দিয়েছে এই ভাইরাস থেকে উৎপত্তি হওয়ার রোগ কোভিড–১৯ এখন বিশ্ব মহামারির আকার নিয়েছে। বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেও নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা যাচ্ছে না। একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে। এই রোগ বর্তমানে বিশ্বে মহামারির আকার নিয়েছে বলে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জেনিভায় এক সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, ‘এই ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া এবং ভয়াবহতায় আমরা গভীরভাবে উগ্বিগ্ন। আক্রান্তদের সংখ্যাও উদ্বেগজনকভাবে বৃদ্ধির বিষয়টিও আমাদের ভাবিয়ে তুলেছে। সব দিক খতিয়ে দেখে এটা বলা যায় কোভিড–১৯ বর্তমানে মহামারির আকার নিয়েছে।’
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীন থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এই মুহূ্র্তে বিশ্বের প্রতিটি মহাদেশের ১১৪টি দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। অন্তত ১১৯,১০০ জন এতে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২৯৮। অধিকাংশই মৃত্যুর ঘটনা ঘটেছে চীনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণার কিছুক্ষণ আগেই করোনাভাইরাস ঠেকাতে কয়েক লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে ব্রিটেন ও ইটালি। মার্কিন যুক্তরাষ্ট্রও নয়া পদক্ষেপের বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ইউরোপের সব দেশের মানুষের আগামী এক মাস মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।
করোনাভাইরাসের গ্রাসে বিভিন্ন দেশের আর্থিক অগ্রগতি চূড়ান্তভাবে ধাক্কা খেয়েছে। উন্নয়নের ধারাকে ফের সঠিক পথে ফেরাতে সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে ব্যাংক অফ ইংল্যান্ড–সহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। ভারতের এখনও কোভিড–১৯ এ আক্রান্তের সংখ্যা ৬২।
