শুক্রবার ইডেনে শুরু হচ্ছে দিন রাতের পিঙ্ক টেস্ট। বিশ্বনাথন আনন্দ, লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জা–সহ একঝাঁক ভিভিআইপি, নক্ষত্ররা উপস্থিত থাকবেন। ইডেনে গোলাপি টেস্ট দেখতে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। একসঙ্গে বসে পিঙ্ক টেস্ট দেখবেন হাসিনা–মমতা। এই কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী শেখ হাসিনা তাঁকে ফোন করেছিলেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? তিনি সাংবাদিকদের বলেন, শুক্রবার ইডেনে খেলা। আমি থাকব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। আমাকে আজকে তিনি ফোন করেছিলেন। আগামিকাল মোট তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে। এমনকী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি কূটনৈতিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যা ৬টায় তাজবেঙ্গলে বৈঠক রয়েছে। মমতা–হাসিনার এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশ। কারণ তিস্তার জল।
এই নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে সূত্রের খবর। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ তিস্তার জল পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছে। বিষয়টি অমীমাংসিত হয়ে রয়েছে। আর তা নিয়ে দেশে বেশ চাপের মধ্যেই আছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে গিয়েছিলেন, তখন তিনি আশ্বাস দিয়েছিলেন যে, তিস্তার জল দেওয়া হবে। এবার ইডেনে থাকার কথা প্রধানমন্ত্রীরও। সব ঠিক থাকলে জট কাটতে পারে বলে মনে করা হচ্ছে।