ব্রেকিং নিউজ

মমতাকে শপথে আমন্ত্রণ কেজরির

রবিবার দিল্লির রামলীলা ময়দানের মঞ্চেই তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ একইসঙ্গে শপথ নেবেন তাঁর মন্ত্রিসভার সদস্যরাও৷ ২০১৫ সালে এই রামলীলা ময়দানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি৷ দলীয় সূত্রে খবর, নিজের পুরনো মন্ত্রিসভাকে অটুট রাখতে চলেছেন কেজরিওয়াল৷ এবারেও দিল্লি সরকারে দেখা যাবে সাতজন মন্ত্রীকে, যাঁরা আগের বারও আপ সরকারের ক্যাবিনেটের সদস্য ছিলেন৷ এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কেজরিওয়ালের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ একইসঙ্গে বিশেষ আমন্ত্রণ জানানো হচ্ছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে৷ শপথ অনুষ্ঠানে হাজির থাকার জন্য ইতিমধ্যেই প্রাথমিক সম্মতি দিয়ে দিয়েছেন মমতা৷ উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে বিজেপি–কংগ্রেসকে৷
দিল্লিতে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে নবনির্বাচিত বিধায়কদের বৈঠক হয়। সেখানেই পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন কেজরিওয়াল৷ সাংবাদিক বৈঠকে আপ নেতা মণীশ সিসোদিয়া জানান, রবিবার ১৬ ফেব্রুয়ারি রামলীলা ময়দানে সকাল ১০টার সময় দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরিওয়াল৷
জানা গিয়েছে, যে মন্ত্রিসভার উপরে ভরসা রেখেছে দিল্লির আম জনতা, উজাড় করে দিয়েছে তাদের সমর্থন, সেই আম জনতার ভরসাকেই চূড়ান্ত হিসেবে গ্রহণ করে নিজের মন্ত্রিসভা অপরিবর্তিত রাখতে পারেন তিনি৷ এই বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে যাতে কোনও ক্ষোভ তৈরি না হয়, তাও নিশ্চিত করেছেন কেজরিওয়াল নিজে৷ আপ বিধায়কদের সঙ্গে বৈঠকে বসে প্রথমেই ‘টিম আপ’ তৈরির উপরে জোর দিয়েছেন কেজরিওয়াল৷