অভিনেত্রী কঙ্গনা রনৌত মনের মতো পাত্র পেলে শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু এই বলিউড সুন্দরী কেমন বর চান, তা মঞ্চে দাঁড়িয়ে জানালেন নিজেই। কঙ্গনা রনৌত অভিনীত ছবি ‘পাঙ্গা’ বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে। ব্যক্তিগত জীবনে তিনি অনেক ‘পাঙ্গা’ (চ্যালেঞ্জ) নিয়েছেন। এবার পর্দায়ও তাঁকে ‘পাঙ্গা’ নিতে দেখা যাবে। পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি।
এই ছবির প্রচারণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কঙ্গনা রনৌতকে প্রশ্ন করা হয়, কবে বিয়ে করবেন তিনি? তখন এই তারকা বলেন, ‘পরিচালক অশ্বিনী আমাকে বারবার বিয়ের কথা বলেন। কিন্তু আমি বিয়ে করতে চাই না। বিয়ে মানেই অনেক জটিলতা। এখন নিজের মনের মতো পাত্র পাওয়া মুশকিল। সত্যি বলছি, বিয়ের ব্যাপারে আমার এখনো কোনো ইচ্ছা নেই।’তবে অশ্বিনী আইয়ার তিওয়ারি আর তাঁর স্বামী চিত্রনির্মাতা নিতেশ তিওয়ারিকে দেখে কোথাও বিয়ের প্রতি ভরসা জন্মেছে বলে কঙ্গনা রনৌত জানালেন। এরপরই প্রশ্ন আসে তিনি কেমন বর চান? একটু লাজুক হেসে বললেন, ‘এমন একজন মানুষের সন্ধান করছি, যিনি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, আমার থেকে বেশি সুন্দর, আর আমার চেয়ে বেশি প্রতিভাবান।’
২৪ জানুয়ারি ‘পাঙ্গা’ ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে একজন কাবাডি খেলোয়াড়ের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। জসসি গিল তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে আরও আছেন নীনা গুপ্তা, রিচা চাডঢা প্রমুখ।