লিড নিউজ

মধ্যরাতে রাষ্ট্রপতির স্বাক্ষরে কার্যকর ‘‌ক্যাব’‌ আইন

লোকসভায় বিলটি পাশ হয়েছিল মধ্যরাতে। এবার মধ্যরাতে নাগরিকত্ব সংশোধনী বিলে (ক্যাব) নিজের সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে রাত থেকেই ক্যাব আইনে পরিণত হয়ে গেল। যদিও দেশের তিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই আইন তাঁদের রাজ্যে কার্যকর হতে দেবেন না। বৃহস্পতিবারই মধ্যরাতে নাগরিকত্ব সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। এমনকী রাষ্ট্রীয় গেজেট প্রকাশের মধ্য দিয়ে আইনে সিলমোহর পড়েছে। তাই দেশে এখন ক্যাব আইন চালু হল।
‘ক্যাব’–এর বিরুদ্ধে সুর আগেই চড়িয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় এবার নাম লিখিয়েছেন কেরলের পিনারাই বিজয়ন এবং পাঞ্জাবের অমরিন্দর সিং। আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর মাসের আগে প্রতিবেশী দেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হবেন না। তাঁদের শরণার্থী হিসাবে দেখা হবে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি এবং শিখরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুরের একটি সভায় বলেছিলেন, ‘‌এই বিল নিয়ে কেউ ভয় পাবেন না। আমরা আপনাদের সঙ্গে রয়েছি। আমরা যতদিন রয়েছি, আপনাদের ওপরে কেউ কিছু চাপিয়ে দিতে পারবে না।’‌ তবে কোনও বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যাওয়া মানে তা আইনে পরিণত হওয়া। এখন দেখার এই আইনকে কিভাবে প্রতিরোধ করা যায়।