লিড নিউজ

মঞ্চ ছাড়লেন রাজ্যপাল, সমাবর্তন শুরু তাঁকে ছাড়াই

যাদবপুরের পর কলকাতা বিশ্ববিদ্যালয়। আবারও ছাত্র বিক্ষোভের মুখে পড়লেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকার। মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। দুপুর ১টায় সমাবর্তন শুরু হওয়ার কথা। যে কোনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বা সর্বোচ্চ বিধিবদ্ধ সংস্থার বৈঠকে হাজির থাকতে বরাবর আগ্রহ দেখিয়েছেন ধনকার। এবারও তিনি পৌঁছন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। নজরুল মঞ্চে ঢোকার মুখেই ছাত্রদের চরম বিক্ষোভের মুখে রাজ্যপাল। তাঁর গাড়ি ঘিরে চরম বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। যদিও বেশ কিছুক্ষণ পর পুলিশের তৎপরতায় তাঁকে গ্রিনরুমে নিয়ে যাওয়া সম্ভব হয়। নজরুল মঞ্চের ভেতরেও চলে তুলকালাম। উপাচার্য, সহ উপাচার্য এমনকী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের অনুরোধ করলেও কোনও কথাই শুনতে নারাজ তাঁরা। এনআরসি, সিএএ নিয়ে ক্রমাগত স্লোগান চালিয়ে যান ছাত্রছাত্রীরা।
সিএএ–এনআরসি–কে সমর্থনের জন্য আচার্যের বিরুদ্ধে ‘‌গো ব্যাক’‌ স্লোগান তোলেন তাঁরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ, স্লোগানের পর কড়া নিরাপত্তায় রাজ্যপাল তথা আচার্যকে নজরুল মঞ্চের ভেতরে নিয়ে যাওয়া হয়। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা আচার্যেরই। প্রতিবাদী ছাত্ররা তাঁর গাড়ি ঘিরে ধরে। অনুষ্ঠান মঞ্চেও প্রতিবাদ দেখান পড়ুয়ারা। সমাবর্তন অনুষ্ঠানে উঠতে থাকে আজাদি স্লোগান, চলে ‘গো ব্যাক’ স্লোগান। অনুষ্ঠান কক্ষের ভিতরও রাজ্যপালের বিরোধিতায় ছাত্রছাত্রীদের বিক্ষোভ শুরু হওয়ায় মঞ্চের উপর উঠতে পারেননি তিনি। অনুষ্ঠানস্থলে উপস্থিত আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, উপাচার্য, সহ উপাচার্য সহ বহু বিশিষ্টজনেরা।
অভিজিৎকে ডি লিট সম্মানে ভূষিত করবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিশেষ কারণে এদিনের অনুষ্ঠানে আসতে পারেননি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। উপাচার্য, সহ উপাচার্য প্রায় করজোড়ে ছাত্রছাত্রীদের শান্ত থাকতে অনুরোধ করেন। তা সত্ত্বেও বিক্ষোভ চলছেই। আমন্ত্রিত অতিথিরাও ছাত্রছাত্রীদের শান্ত হওয়ারই আবেদন জানান। অবশেষে নজরুল মঞ্চ ছেড়ে চলে যান রাজ্যপাল। আর রাজ্যপালকে ছাড়াই শুরু হয় সমাবর্তন।