আগামী দুই বছরের মধ্যে প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে মঙ্গলগ্রহে। এই বৈপ্লবিক আবিষ্কারের জন্য তৈরি নাও থাকতে পারে পৃথিবীর জনগণ। এমনই মনে করেন আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার প্রধান বিজ্ঞানী জিম গ্রিন। এমনকী ২০২০ সালে মঙ্গলগ্রহে জোড়া রোভার পাঠানোর পরিকল্পনা করেছে নাসা এবং ইউরোপের মহাকাশ গবেষণা কেন্দ্র ইএসএ। ২০২১ সালের মার্চ মাসে তারা লালগ্রহের মাটিতে নামবে। আর প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে।
নাসার নিজস্ব মার্স ২০২০ অভিযানেও মঙ্গলের পাথুরে ভূস্তর ড্রিল করে পৃথিবীতে নমুনা পাঠানোর পরিকল্পনা করেছে। নমুনা সংগ্রহের সুবিধায় অভিযানে ব্যবহার করা হবে মার্স হেলিকপ্টার। এই অভিযানেই খোঁজ পাওয়া যেতে পারে ভিনগ্রহী প্রাণীর বলে মনে করছেন জিম গ্রিন।
তাঁর দাবি, অন্য কোথাও সভ্যতার উন্মেষ ঘটেনি, এমন ভাবার কোনও কারণ নেই। ভেবে দেখা দরকার, সাম্প্রতিক কালে সৌরজগতের বাইরে ভিন্ন নক্ষত্রমণ্ডলীতে একের পর এক গ্রহ আবিষ্কৃত হচ্ছে। সেখানে প্রাণের স্পর্শ লেগেছে কি না, তা এখনও অজানা।